চাঁদপুর হকার্স মার্কেটে ব্যবসায়ির উপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা।
২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মার্কেটের ব্যবসায়ি ও কর্মচারীরা দোকান থেকে বের হয়ে এসে কালিবাড়ি মূল সড়কে অবস্থান নেয়। এসময় ব্যবসায়ী নেতারা তাদের শান্ত করার চেষ্টা করলে উল্টো তারা নেতাদের সামনেই তাদের ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে। ব্যবসায়ি ও কর্মচারিদের বিক্ষোভের কারনে এসময় সড়কে যানজট লেগে যায়। একপর্যায়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়ার অনুরোধে ব্যবসায়ি ও কর্মচারীরা সড়ক ছেড়ে মার্কেটের বিতরে অবস্থান নেয়।তবে মার্কেটের বিতর ব্যবসায়ি ও কর্মচারীদের তোপের মুখে নেতৃবৃন্দ মার্কেট বন্ধ করে দেয়।
এসময় মার্কেটের ব্যবসায়ি ও কর্মচারীরা বলেন, গতকাল বহিরাগতরা মার্কেটে ডুকে হামলা করলো। একাধিক লোক আহত হলো।তারা এখন হাসপাতালে অথচ সমিতির কোন ভুমিকা নেই।এরা শুধু শুধু দায়িত্ব নিয়ে বসে আছে।শুধু বসে থাকে কোন দোকান বিক্রি হবে সেখান থেকে কত টাকা কামাইবে।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, গতকাল যারা হামলা করেছে তারা ইতিমধ্যে শনাক্ত। তারা যদি মাটির নিচেও থাকে তাদের সেখান থেকে আটক করা হবে।কেউ যদি তাদের পক্ষে সাপাই গাইতে আসে তাকেও আটক করা হবে।
রেলওয়ে হকার্স মার্কেট সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন,আমরা মার্কেটের পক্ষ থেকে অভিযোগ দায়ের করবো। পরিস্থিতির কারনে আজকে মার্কেট বন্ধ করে দিয়েছি।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সোমবার বিকেলে হকার্স মার্কেটের দোকানে ডুকে কথা কাটাকাটির জেরে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী আলী হোসেন ও কর্মচারী শিবলু কাজীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মার্কেটের তালুকদার বুটিকসে এই ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক,২২ জানুয়ারি ২০২৫