Thursday, May 07, 2015 1:28:32
আবদুল গনি:
চলতি ২০১৪- ১৫ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁদপুর ১শ৭৪ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ৪শ ৫২টি প্রকল্প স্কীম বাস্তবায়ন করছে।
এর মধ্যে ২ শ ৯৮ টি প্রকল্পের কাজ চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পল্লী সড়কও কালভার্ট মেরামত কর্মসূচিল আওতায় ৬২টি, অংশগ্রহণমূলক ক্ষুদ্রকার পানি সেক্টর প্রকল্পের চারটি স্কীম, খাল পূর্ণ খনন মাটির কাজ বাবদ ৮টি প্রকল্প এবং সম্বনিত পানি সম্পদ ব্যবস্থা পনা ইউনিটের ২৫টি স্কীিমের কাজ অর্থ বছরের জুনের মধ্যে সম্পূন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁদপুর এর দেওয়া তথ্য মতে পল্লী সড়ক ও কালভাট মেরামত কর্মসূচির আওতায় ২৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৬২টি স্কীম , অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব পূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১শ টি স্কীম, বৃহত্তর কুমিল্লা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১৮ কোটি টাকা ব্যয়ে ৬৪টি স্কীম , সেকেন্ড রুলার ট্রান্সপোর্ট ইমপ্রোভ মেন্ট প্রজেক্ট এর আওতায় ৪০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১৬টি স্কীম, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীন সড়ক ও হাট বাজার উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৫টি স্কীম উপজেলা ইউনিয়ন সড়ক প্রকল্পের আওতায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১টি , তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৩ এর আওতায় ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রকল্প , ও আসবাবপত্র বাবদ ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ১টি প্রকল্প ,পিইডিপি প্রকল্পের আওতায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প , রুরাল এমপ্লোয়েন্ট এন্ড রোডমেন্টেন্স কর্মসূচির আওতায় ৪ ােকটি৮১ লাখ টাকা ব্যয়ে ৮৮টি স্কীম অংশগ্রহন মূলক অংশ গ্রহন মূলভ ক্ষুদ্রকার পানি সেক্টর প্রকল্পের অধীন ৫ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প , খাল পূণ খনন ও মাটির কাজ বাবদ ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৮টি স্কীম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান বাবদ ৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৩টি স্কীম স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প বাবদ ১ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি স্কীম , সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিট ৩৪ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২৫ টি প্রকল্প , মুক্তিযোদ্ধার স্তৃমিস্তম্ভ নির্মান প্রকল্পের অধীন সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে ১টি প্রকল্প এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন ২৪ কোটি ৬৫ লাখ ব্যয়ে ৫৮ টি স্কীম গ্রহন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল চাঁদপুরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দূল মতিন জানান, আসন্ন জুনের মধ্যে প্রায় ৯১ টি স্কীমের কাজ শেষ হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান ।