চাঁদপুর স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর বিকেলে চাঁদপুর সোনালী অতীত ক্লাব ৩-১ গোলে লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাচওয়ারী।
এ সময় অারো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীরর হোসেন পাটওয়ারী, জেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
সোনালী অতীত ক্লাবের হয়ে খেলেছেন অামিন মোল্লা,জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল (অধিনায়ক), জসিম পাটওয়ারী, আমন্য়োর হোসেন মানিক, ওয়াহিদুর রহমান লাবু,জাহাঙ্গীর গাজী,গোলাম মোস্তফা বাবু,মুকুল,মিলন। অতিরিক্ত খেলোয়ার হানিফ বকাউল,জহির, এমদাদ, লিটন সরকার, নাসির চোকদার,আলমগীর পাটওয়ারী,মহসিন পাটওয়ারী। ম্যানেজার মনোয়ার চৌধুরী, কোচ বোরহান খান।
লালবাগ ফ্রেন্ডস ভেটার্যান্স ক্লাবের হয়ে খেলেছেন ওয়াসিম (গোল কিপার),মো.অাদির,মো.স্বপন,মো.বশির,মো.অাবেদ,পলো, মো. অালমগীর,মো.শাহজাহান,মো.মনির,মো.বিপ্লব। অতিরিক্ত মো.কামরুল,মো.ওয়াহিদ,মো.মাসুদ,মো. জুয়েল,মো.মাইনু। কোচ মো.জাহাঙ্গীর ও ম্যানেজার মো.ওমর।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুম,নূরে অালম নয়ন,ইমরান হোসেন রানাও মাসুম বেপারী।
শরীফুল ইসলাম, ৪ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur