আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র
চাঁদপুর স্টেডিয়ামে ৪র্থ বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আবাহনীকে ক্রীড়াচক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র।
শুক্রবার জেলা ক্রীড়াসংস্থার ব্যবস্থাপনায় ফাইনালে আবাহনীক্রীড়া চক্রকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। ১ ওভার হাতে রেখে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ৯৪ রান করে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। দলের পক্ষে মাইনুল ২০, বাবু ১৯ ও মেহেদী ১৮ রান করে। আবাহনীর পক্ষে বল হাতে জনি ৪, ইউনুছ ৩ ও রিয়াদ ২ টি উইকেট লাভ করে ।
অল্প রানের স্কোরে আবাহনী ক্রীড়া চক্র ৯৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায়। পরে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের বলাররা ১৯ ওভার ৫ বলে ৮৩ রানে থামিয়ে দেয় আবাহনী কে। দলের পক্ষে জাভেদ ২৪, পলাশ ১৮ ও রাফসান ১৬ রান করেন। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের পক্ষে মইনুল ৩ ও ইমন ২ টি উইকেট লাভ করে।
খেলা পরিচালনা করেন আম্পায়ার বিশ^জিত কর রানা ও রিপন।
উভয় দলের খেলোয়াড়রা হলেন : আবাহনী ক্রীড়া চক্রঃ রাফসান, পলাশ, সাদ্দাম, তোফায়েল, ইউনুছ, হাবিব, রিয়াদ, মোঃ হাবিব, জাভেদ, সজল ও জনি ।
মুক্তিয়োদ্ধা ক্রীড়াচক্র : হিরা ঢালী, সাইফুল ইসলাম, রনি, সোহাগ, মেহেদী, অলিভ বাবু, ফজলূ, মোরশেদ শাওন, মইনুল, জনি ও ইমন ।
আগামী ১৯ মার্চ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
প্রসঙ্গত, এ টুর্নামেন্টে মোট ১৩ টি দল অংশ নেয়।
|| আপডেট: ০৯:৫৮ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur