চাঁদপুর স্টেডিয়াম ১২টি দলের ৪টি গ্রুফে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের খেলায় ৩-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে পা রাখলো রাঙ্গবামাটি জেলা দল।
রোববার (২ এপ্রিল) বিকেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তুমুল লড়াইয়ে বাহ্মণবাড়িয়াকে হারিয়েছে রাঙ্গমাটি।
আগামী ৯ এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামে প্রথম কোয়াটার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে চাঁদপুর জেলা দল বনাম রাঙ্গামাটি জেলা দল। ওই খেলায় হাড্ডহাড্ডি লড়াইয়ে যে দল জিতবে তা সেমিফাইনালে চলে যাবে।
খেলায় রাহ্মণবাড়িয়া জেলা দলের খেলোয়াররা সুযোগ পেয়েও গোল করতে ব্যার্থ হয়। অপরদিকে রাঙ্গামাটি সে সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে থাকে। তারা একে এক তিনটি গোল করে ব্রাহ্মণবাড়িয়া থেকে এগিয়ে থাকে।
সে ধারাবহিকতা রেখে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে জয়ী হয় রাঙ্গামাটি দল
আজ সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করবে কক্সবাজার জেলা দল বনাম নোয়াখালি জেলা দল।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১: ১০ এএম, ৩ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur