Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ শুরু শনিবার
চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ শুরু শনিবার
(ফাইল ছবি)

চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ শুরু শনিবার

শনিবার (২৭ আগস্ট) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে অনুর্র্ধ্ব ১৫ বয়সীদের ফুটবল খেলার প্রশিক্ষন কার্যক্রম ।

তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই করার লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ প্রশিক্ষন শুরু হচ্ছে ।

প্রশিক্ষন কার্যক্রমে কোচ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ মাহবুব হোসেন রক্সি।

তার সাথে থাকবেন বাফুফের কোচ সাবেক ফুটবলার দুলাল সাহা। সার্বিক সহযোগিতায় থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে ৩ টা থেকে চাঁদপুর সদর, মতলব উত্তর, হাইমচর ও মতলব দক্ষিণের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও ক্লাবগুলোর ফুটবলাররা এ কার্যক্রমে অংশ নিতে পারবে। বাছাইকৃত খেলোয়াড়দেরকে নিয়েই এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, এ প্রশিক্ষনটি ২৬ আগষ্টে শুরু হওয়ার কথা থাকলেও ২৭ তারিখ থেকে চাঁদপুর স্টেডিয়ামে এটি শুরু হবে ।

অংশ নেয়া খেলোয়াড়দেরকে শনিবার দুপুর আড়াইটার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ শুরু শনিবার

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম