শনিবার (২৭ আগস্ট) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে অনুর্র্ধ্ব ১৫ বয়সীদের ফুটবল খেলার প্রশিক্ষন কার্যক্রম ।
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই করার লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ প্রশিক্ষন শুরু হচ্ছে ।
প্রশিক্ষন কার্যক্রমে কোচ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ মাহবুব হোসেন রক্সি।
তার সাথে থাকবেন বাফুফের কোচ সাবেক ফুটবলার দুলাল সাহা। সার্বিক সহযোগিতায় থাকবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে ৩ টা থেকে চাঁদপুর সদর, মতলব উত্তর, হাইমচর ও মতলব দক্ষিণের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও ক্লাবগুলোর ফুটবলাররা এ কার্যক্রমে অংশ নিতে পারবে। বাছাইকৃত খেলোয়াড়দেরকে নিয়েই এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, এ প্রশিক্ষনটি ২৬ আগষ্টে শুরু হওয়ার কথা থাকলেও ২৭ তারিখ থেকে চাঁদপুর স্টেডিয়ামে এটি শুরু হবে ।
অংশ নেয়া খেলোয়াড়দেরকে শনিবার দুপুর আড়াইটার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ