চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে নোয়াখালীকে ২-০ গোলে হারিয়েছে কক্সবাজার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নোয়াখালি বনাম কক্সবাজার জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) চাঁদপুর স্টেডিয়াম ১২টি দলের ৪টি গ্রুফের অংশ গ্রহনে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় কক্সবাজার জেলা দল।

কক্সবাজার জেলা দলের মিডফিল্ডার ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার কলম বড়–য়া খেলার ১৪ মিনিটে বক্সের ওপর থেকে নেওয়া দুরন্ত এক গোল সর্টের মাধ্যমে দলকে ১-০ গোলে এগিয়ে দেন।

নোয়াখালীর খেলোয়ড়রা বার বার কর্ণার কিকের সুযোগ পেয়েও কোন গোল করতে পারেনি। নোয়াখালি প্রথমার্ধে তেমন আক্রমণ করার সুযোগ পায়নি। কক্সবাজার জেলা দল খেলার শুরু থেকেই নোয়াখালিকে আক্রমন করতে থাকে। খেলার ১৪ মিনিটের একটি গোলের মাধ্যমে প্রথমার্ধেল খেলা শেষ হয়।

বিরতির পর থেকে নোয়াখালি মরিয়া হয়ে কক্সবাজারকে আক্রমন করতে থাকে কিন্তু কোন সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বার বার গোল বক্সের সামনে এসেও গোল করতে ব্যার্থ নোয়াখালির জেলা দলের খেলোয়াররা।

এদিকে খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে কক্সবাজার জেলা দলের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আরিফুল ইসলাম দলের দ্বিতীয় গোলটি করে ২-০ গোলে দলকে এগিয়ে রাখে। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত নোয়াখালি গোল করার জন্য আপ্রান চেষ্টা চালায়। শেষার্ধে রেফারির বাঁশি ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়ে মাঠ ত্যাগ করে কক্সবাজার জেলা দল।

কক্সবাজার জেলা দলের খেলোয়াররা হলেন : আব্দুল্লাহ আল মামুন, মনসুর আলম, মালিক, দিদারুল আলম, ইসমাইল জাহেদ, শফিকুল ইসলাম বিপুল, মতিউর রহমান, সাজ্জাদ ইকবাল, আরিফুল ইসলাম, কলম বড়–য়া, সজিবুল ইসলাম, সাফায়েত হোসেন, মো. সোহেল, আয়াদুর রহমান, ফয়সাল ইকবাল। নোয়াখালি জেলা দলের খেলোয়রার হলেন : টিটু, মিন্টু শেখ, পারভেজ, রূপক, লিংকন, হিমু, নিরা, মকু, এমিলি, জুলিয়ান, বাসব সরকার, দিপু, তৌহিদ, রনি, আসিফ, রাশেদ, নিশু।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ এএম, ৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share