চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধন হচ্ছে যুব গেমস

চাঁদপুরে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশানের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ৮ উপজেলা নিয়ে অনুর্ধ-১৭ তরুণ তরুণীদের যুব গেমস ২০১৮ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮ টায় এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্জ নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী।

উদ্বোধনী দিনে সকাল ১০ টায় চাঁদপুর সদর বনাম হাইমচরের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় কচুয়া বনাম মতলবের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দুপুর দেড়টায় ফুটবল খেলায় অংশ নিবে চাঁদপুর সদর বনাম শাহরাস্তি এবং বিকাল ৩টায় অংশ নিবে হাজীগঞ্জ বনাম মতলব ক্রীড়া সংস্থা।

এবারের যুব গেমস ২০১৮ তে ৭টি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, কাবাডি,ভলিবল,সাঁতার,অ্যাথলেটিক্স,দাবা ও ব্যাডমিন্টন।

যুব গেমস ২০১৮ উপলক্ষে চাঁদপুরের সকল ক্লাব,ক্রীড়া সংগঠক ও দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭,রোববার
এজি

Share