চাঁদপুর

চাঁদপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড়দের বাছাই ১৪ জুন

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ১৪ জুন রোববার অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৫ বয়সী ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়সভিত্তিক জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে জেলা দল গঠনের লক্ষ্যে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

ওইদিন বিকেলে বাছাই কার্যক্রমে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ফুটবলার আসাদুজ্জামান মন্টু ও বাফুফের একজন চিকিৎসক।

জেলা সকল অনুর্ধ ১৫ ফুটবলারদের ১৪ জুন দুপুর আড়াইটার মধ্যে জেলা দলের কোচ ও ম্যানেজারের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

জেলা ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার বোরহান খান।

শুক্রবার, ১২ জুন ২০১৫ ০৯:৪৯ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share