চাঁদপুর স্কলার ওয়েলফেয়ার ও যুব অর্গানিজেশনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা

চাঁদপুর স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং স্কলার যুব অর্গানিজেশনের পক্ষ থেকে চাঁদপুরে বন্যাকবলিত বিভিন্ন স্থানে আক্রান্ত জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী হাজীগঞ্জের গন্তব্যপুর, মালিগাঁওসহ বিভিন্ন স্থানে নৌকায় করে মানুষের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছানো হয়।

স্কলার পরিচালনা পর্ষদের আর্থিক সহযোগিতায় উপস্থিত স্কুলার যুব অর্গানিজেশনের সদস্যগণ এবং স্বেচ্ছাসেবী সদস্য সকলে এই কার্যক্রমে সম্পৃক্ত আছেন। তারা জানান, মানবসেবায় বন্যার্তদের মাঝে আমাদের ত্রাণসেবা অব্যাহত আছে। বন্যা পরবর্তী পূর্ণবাসনের কাজে সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ পূর্ণবাসনের কার্যক্রম শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠন প্রধান বিএম হাসান, সভাপতি সোহরাব মজুমদার, সহ-সভাপতি আমিনুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক প্রলয় কৃষ্ণ দেবনাথ, কোষাধ্যক্ষ হোসাইন মোহাম্মদ রাসেল, শরিফুল ইসলাম, অফিস সহকারী মোতাহার হোসেন, যুব সদস্য নাঈম আলমগীর প্রমিত প্রমুখ। সকলেই বন্যা কবলিত বিভিন্ন স্থানে কোমড় পরিমাণ পানি দিয়ে নৌকা দিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি এবং ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

নিজস্ব প্রতিবেদক, ৩ সেপ্টেম্বর ২০২৪

Share