Home / চাঁদপুর / চাঁদপুর সিভিল সার্জনের পদত্যাগ দাবির আড়ালে আওয়ামী লীগ-যুবলীগ
সিভিল

চাঁদপুর সিভিল সার্জনের পদত্যাগ দাবির আড়ালে আওয়ামী লীগ-যুবলীগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের সমন্বয়ক রাকিব ভূঁইয়াকে সরকারি জেনারেল হাসপাতালের দালাল কর্তৃক হামলার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে তাকওয়া, মীম ও গ্রীন ভিউ নামে ৩টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে তাকওয়া নামে প্রতিষ্ঠান বন্ধ করায় বিষয়টি রাজনৈতিকভাবে গড়ায়। শেষ পর্যন্ত এসব ঘটনার দায়ভার চাপানো হচ্ছে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন এর ওপর।

১৭ নভেম্বর রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সড়কে সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে চাঁদপুরের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

সরেজমিন গিয়ে দেখা যায় তাকওয়া, মীশ ও গ্রিণ ভিউ এক্স-রে ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম বন্ধ। সিভিল সার্জন কার্যালয়ের প্রধান গেটও তালা বদ্ধ।

এসব বিষয় জানার জন্য সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সিভিল সার্জনকে পাওয়া যায়নি। কথা হয় মেডিকেল অফিসার (এমও-সিএস) ডা. মো. শাখাওয়াত হোসেন এর সাথে। তিনি বলেন, আমি জানতে পেরেছি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সিভিল সার্জনকে ফোন দিয়েছেন। তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন এমনটি হয়েছে। কিন্তু তাকওয়াসহ ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হওয়ার বিষয়ে সিভিল সার্জন এর কোন সম্পৃক্ততা নেই। আজকে এসে দেখলাম আমাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ।

আরও পড়ুন… চাঁদপুরে স্বাস্থ্য খাতে বাড়ছে রাজনৈতিক চাপ ও দালাল চক্রের প্রভাব

৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সমন্বয়ক রাকিব ভূঁইয়াকে সরকারি জেনারেল হাসপাতালের দালাল কর্তৃক হামলার ঘটনার পর তাকে হাসপাতালে দেখতে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি ওই সময় ঘটনার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এরপরে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ওই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন। এতে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমও-সিএস) ডা. মো. শাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসসহ একটি যৌথ টিম।

এই বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রোগীরা যাতে কোনো ভাবেই দালাল চক্রের শিকার হতে না হয় এবং সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যে জটিলতার কথা বলা হয়েছে, তা দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। তবে, যদি সঠিক কাগজপত্র না থাকে, তাহলে কার্যক্রম বন্ধ থাকবে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন এসব প্রতিষ্ঠানের কাগজপত্র সম্পর্কে বলেন, আমরা সার্বিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত, তবে প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স নবায়ন এবং অন্যান্য নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন সাংবাদিকদের বলেন, বিএনপির সভাপতির সাথে আমার কিছুই হয়নি। তাকওয়া নামে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করায় এই আন্দোলন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার এর মালিক হচ্ছে নাসরিন পারভীন ও কাজী জাহাঙ্গীর আলম মিন্টু। এর মধ্যে নাসরিন পারভীন হচ্ছে সাবেক মন্ত্রী ও এমপি ডা. দীপু মনির চাঁদপুর প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবুর স্ত্রী। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে। কিন্তু সেই সাইফুদ্দিন বাবুর স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার বিষয়টি বিএনপির লোকজন জড়িত থাকায় ভিন্ন দিকে প্রবাহিত হয়। বিএনপির নামধারী মহসীন পাটওয়ারী হচ্ছে হাসপাতালের দালালদের মধ্যে অন্যতম। তার অপকর্মের বিষয়ে স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে। এসব বিষয় সামনে আসায় শেষ পর্যন্ত গড়ায় জেলা বিএনপি সভাপতি পর্যন্ত।

চাঁদপুর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক জিএম শাহীন বলেন, কোন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন না থাকলে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। এতে আমাদের কোনো কিছু করার নেই। কিন্তু এসব কাগজপত্র নবায়ন করতে সময় লাগে। এটি কোনো সমস্যা না। হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার মালিকদেরকে নিয়মিত সরকারি কর ও নবায়ন ফি জমা দিতে হবে। এরপরে বাকী কাজ সংশ্লিষ্ট দপ্তরের। কিন্তু দেখা গেছে অনেক প্রতিষ্ঠান কয়েক বছর হয়ে গেলেও তাদের কাগজপত্র নবায়ন করেনি।

নিজস্ব প্রতিবেদক, ১৯ নভেম্বর ২০২৪