চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে চিকিৎসকসহ সিটি হাসপাতালকে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
হাসপাতালের মধ্যে নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ডিপ্লোমা নার্স না থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে হাসপাতাল চাঁদপুর সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি কাজী মো. মহসীন উজ্জল।
তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুরের হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, ডিপ্লোমা ছাড়া নার্স, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হয়েছে।’
তিনি আরো জানান, ‘শহরের হাসপাতালগুলোতে নিয়মনীতির আনার জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে সিটি হাসপাতালের ডিউটি ডাক্তার মো. লুৎফর রহমানকে চিকিৎসকা সনদ, রেজিস্ট্রেশন না থাকা ও হাসপাতলের চুক্তিপত্র না রাখার অভিযোগে ৩০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমান করা হয়।