শিক্ষাঙ্গন

উন্নয়ন ধরে রাখতে শতভাগ শিক্ষিত হতে হবে : মেয়র

চাঁদপুর শহরের ওয়ারল্যাস এলাকার চাঁদপুর সিটি কলেজের নবীনবরণ অনূষ্ঠানে প্রধান অতিথি মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন,‘দেশের উন্নয়নের অঙ্গীকার ধরে রাখতে হলে আমাদের শতভাগ শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সমাজের সকলকে শিক্ষিত হতে হবে। আমরা যখন দেশের মধ্যে শতভাগ শিক্ষার জোয়ার বয়ে আনতে পারবো তখনোই বাংলাদেশ এগিয়ে যাবে।’

চাঁদপুর শহরের ওয়ারল্যাস এলাকার চাঁদপুর সিটি কলেজে শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে নবীন বরণ নবীন বরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,পিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন,জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া ও চাঁদপুর সিটি কলেজের নির্বাহী সদস্য ড.মো.হাসান খান।

চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মো.সহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজের নির্বাহী সদস্য অ্যাড.মো.আতাউর রহমান পাটওয়ারী,আওয়ামী নেতা শাজাহান চোকাদার,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন,যুগ্ম-আহ্বায়ক এম এ হাসান লিটন, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোরশেদ জুয়েল,জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাসিবুল হাসান মুন্না।

তিনি আরো বলেন,‘যারা এ কলেজের ছাত্র-ছাত্রী রয়েছো তোমরা যদি নিজেরা পড়ালেখার প্রতি আগ্রহ না দেখাও তাহলে কখনোই উন্নতি করতে পারবে না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়া আবশ্যক। লেখাপড়া শুরু করবে তখনোই ভালো ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে।

সরকার তোমাদের জন্য এত কিছু করে যাচ্ছে,আর তোমরা যদি সে সুযোগ কাজে না লাগাতে পারো এটা তোমাদেরই ব্যর্থতা। সরকার তোমারদের বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন। অবশ্যই তোমরা সরকারের সকল সযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলবে।’

প্রতিবেদক:শরীফূল ইসলাম
:আপডেট,বাংলাদেশ সময় ৪:৫০ পিএম,২২ জুলাই ২০১৭,শনিবার
এজি

Share