Home / চাঁদপুর / চাঁদপুর ‘সিটি অব হিলশা’ সরকার স্বীকৃতি দিয়েছে
চাঁদপুর ‘সিটি অব হিলশা’ সরকার স্বীকৃতি দিয়েছে

চাঁদপুর ‘সিটি অব হিলশা’ সরকার স্বীকৃতি দিয়েছে

জেলা পর্যটন শিল্পের প্রসার ও বিপণনের লক্ষ্যে চাঁদপুর জেলার একটি পৃথক ব্র্যান্ডিং বা পরিচিতি গোড়ে তোলার জন্য পর্যটন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিমিয় সভার সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মানুষ আগে এই শহরকে ইলিশের শহর হিসেবে জানতো। ইলিশের শহর নাম থাকলেও এই নামের কোন স্বীকৃতি ছিল না। কিন্তু সরকার এবার তা স্বীকৃতি দিয়েছে। তাই চাঁদপুরের নামকরণ করা হয়েছ চাঁদপুর, সিটি অব হিলশা। চাঁদপুরকে পর্যটন শিল্পের প্রসারে নিতে হলে প্রশাসন, কলেজের অধ্যক্ষ, সাংবাদিক, চেয়ারম্যান, ম্যৎস্য গবেষকসহ বিভিন্ন শেণির মতামত নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। চাঁদপুরবাসীর সহযোগিতা থাকলে দ্রতই চাঁদপুর, সিটি অব হিলশা হিসেবে পরিণত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের পর্যটন সেলের সহকারী কমিশনার লিটুস লরেন্স চিরান, সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তারা।

 ।। আপডেট ০২:৪৪ পিএম ২২ অক্টোবর, ২০১৫ বৃহস্পতিবার

প্রতিনিধি/ডিএইচ

শরীফুল ইসলাম