চাঁদপুর

চাঁদপুর সিএনজি অটোরিক্সা সমিতির সাথে নৌ-পুলিশের মতবিনিময়

রমজান ও ঈদকে সামনে রেখে লঞ্চঘাট এলাকা আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে লঞ্চঘাট সিএনজি অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) সকাল সাড়ে দশটায় শহরের ট্রাকঘাট এলাকা চাঁদপুর নৌ-পুলিশ দক্ষিণ বিভাগ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিত। তিনি লঞ্চ ঘাট এলাকায় সিএনজি ও অটোরিক্সার ড্রাইভারদের অনিয়মতান্ত্রিক আচরণের কথা তুলে ধরেন।

সভাপতির নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হাওলাদার বলেন, ‘বাংলাদেশ পুলিশের অংশ নৌ-পুলিশ, আইন শৃঙ্খলার কেন্দ্র বিন্দু থানা। মামলার রেকর্ড হবে থানায়। তাই থানাকে বাদ দিয়ে কোন কিছু করবো না। প্রয়োজনে থানার সহযোগিতা নেয়া হবে। লঞ্চ যাত্রীরা চাঁদপুর ঘাটে নামার পর তাদের টানা হেঁচড়া করে গাড়িতে তুলে নেওয়া অথবা অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। লঞ্চঘাটে যাত্রীরা যাতে হয়রানি না হয়, অতিরিক্ত ভাড়া না নেয়া হয়, সেদিকে নজর রাখতে হবে। যাত্রীরা হয়রানি হবে সুবিধা নিবে সিএনজি ড্রাইভাররা। তাই যাত্রীদের তথা জনগণের পক্ষে কাজ করবে প্রশাসন। সিএনজির অটোরিক্সার নিয়ন্ত্রনে কাজ করবে শ্রমিক ইউনিয়ন।
এছাড়াও লঞ্চ ঘাটে যে দোকানপাট আছে অবৈধভাবে সেগুলোকে সরিয়ে ফেলা হবে।

সভায় বক্তব্য রাখেন এএসপি আবুল কালাম আজাদ, আইডব্লিউ পোর্ট অভিসার মোস্তাফিজুর রহমান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লা অলি, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, নৌ-পুলিশ সাব ইন্সপেক্টর শাহিন আলম, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, শাহালম বেপারী, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মোশারফ হোসেন, সিএনজি শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি গাজী শাহরিয়া হোসেন ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মুনসুর হাওলাদার, লঞ্চ ঘাট সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: হানিফ, সহ-সভাপতি আবুল কালাম।

প্রতিবেদক- মো. জাবেদ হোসেন
আপডেট, বাংলাদেশ সময় ১ : ২০ পিএম, ২১ মে ২০১৭, রোববার
ডিএইচ

Share