চাঁদপুর সাহিত্য একাডেমীর প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও আলোচনা

আষাঢ়ের বৃষ্টিস্নাত বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমীর আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে জেলার নবীন প্রবীণ লেখকদের অংশগ্রহণে প্রাণবন্ত এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহিল কাফী।

সাবেক এডহক কমিটির সদস্য কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় সাহিত্য পাঠ ও আলোচনা করেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য, কবি ও গল্পকার কাদের পলাশ, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, লেখক ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, লেখক ও প্রাবন্ধিক মোঃ আশরাফুজ্জামান রাসেল, তাফাজ্জল ইসলাম তাপু, আবদুল গণি, মুহাম্মদ ফরিদ হাসান, কবি স্বপন ভঞ্জ, আরিফুল ইসলাম শান্ত, পলাশ দে, সুমন কুমার দত্ত, জাহিদ নয়ন, ইয়াছিন দেওয়ান, সাদ আল-আমিন, তাশফীয়া কাফী, ইসমাইল হোসাইন, মুহাম্মদ হানিফ, মিজানুর রহমান স্বপন প্রমুখ।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুলতানা আক্তার, কাশফীয়া কাফী, মাহির পাটওয়ারী, রেজাউল, আরিয়ান নিলয় প্রমুখ।

সাহিত্য আড্ডায় অংশ নেওয়া লেখকরা তাদের স্বরচিত সাহিত্য পাঠ করেন। পরে তাদের পাঠ করা সাহিত্য নিয়ে অন্য লেখকরা মুক্ত আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক, ২৮ জুন ২০২৪

Share