Home / চাঁদপুর / চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী কমিটির ২য় সভা
সাহিত্য

চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী কমিটির ২য় সভা

চাঁদপুর সাহিত্য একাডেমির কার্যনির্বাহী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য একাডেমির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আবদুল্লাহিল কাফির সভাপতিত্বে শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং বর্তমান পরিষদের কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক কাদের পলাশ।

পরে পঠিত কার্যবিবরণীর উপর উন্মুক্ত আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (লাইব্রেরী, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, কার্যনির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, শেখ মহিউদ্দিন রাসেল, সাদ আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ।

সবাই উপস্থিত সদস্যদের প্রস্তাব পরামর্শ এবং মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ‌যার মধ্যে উল্লেখযোগ্য, সদস্যদের চাঁদা আদায়, নতুন সদস্য আহ্বান, সাহিত্য একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মশালা এবং বিভাগীয় সাহিত্য সেমিনারের আয়োজন করা, চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা গ্রন্থ ও সাহিত্য একাডেমী মুখপত্র শত মাল্লার জলতরঙ্গ প্রকাশ করা।

সভা শেষে সাম্প্রতিক সময়ে ‘কালি ও কলম পুরস্কার’ প্রাপ্ত মুহাম্মদ ফরিদ হাসান, মুন্সিগঞ্জে সাহিত্য পরিষদ কর্তৃক সংবর্ধনা প্রাপ্ত মাইনুল ইসলাম মানিক এবং কর আইনজীবী হিসেবে উত্তীর্ন হওয়ায় উজ্জ্বল হোসাইনকে চাঁদপুর সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার/ ১৫ আগস্ট ২০২৫