চাঁদপুর সরকারি হাসপাতাল নিজেই যখন রুগী

চাঁদপুর জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলার গরিব অসহায় রুগীদের উন্নত চিকিৎসাবার একমাত্র আশ্রয়স্থল ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল।

জেলা ও জেলার বাইরের দূর-দূরান্ত থেকে প্রতিদিন এখানে সহ¯্রাধিক মানুষ চিকিৎসা নিতে ছুটে আসেন।

অথচ কর্তৃপক্ষের অযতœ-আর অবহেলার কারণে সে হাসপাতাল ভবনটিই এখন রুগ্ন অবস্থায় রয়েছে।

গত কয়েক মাস ধরে ৩ তলা বিশিষ্ট হাপাতালের উপরে ওঠার সিঁড়ির রিলিং (হাতল) টি ভেঙে বাদুরের মতো ঝুলে থাকলেও বিষয়টি যেনো কিছুতেই কর্তৃপক্ষের নজরে আসছে না।

আর এতে করে ২য় এবং ৩য় তলার রুগীরা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে রিলিং (হাতল) বিহীণ রুগ্ন সিঁড়ি ওপরে ওঠা-নামা করছে।

শুধু তাই নয় কর্তৃপক্ষের অযতœ আর অবহেলার কারণে সিঁড়ি সামনের মরিচাধরা কেচি গেইটিও ঝরে পড়তে শুরু করেছে।

তাই হাসপাতালে আসা রুগীর আত্মীয়রা বলতে শোনা যায়, ‘যে হাসপাতাল নিজেই এখন রুগী, সেখানে রুগীরা কি সেবা পাবে?’

]আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share