Home / চাঁদপুর / আরএমও’কে আদালতে হাজির হওয়ার নির্দেশ
হাসপাতালের

আরএমও’কে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদি পক্ষ। ওই মামলার ১৫ নম্বর সাক্ষী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাটি চলমান অবস্থায় আদালত ৫জনের সাক্ষ্য গ্রহন করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষি ডাঃ আসিবুল হাসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি। যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৭ ডিসেম্বর ২০২৫