চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে দীর্ঘ ৪৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের অবশেষে মৃত্যুবরণ করেছেন।
১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স আনুমানিক ৮০ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই বৃদ্ধাকে প্রায় দেড় মাস আগে, অসুস্থ অবস্থায় চাঁদপুর মহামায়া এলাকা থেকে স্থানীয় মাসুদ নামের এক ব্যক্তি ও এলাকাবাসী মিলে সদর হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার তারিখ ছিল ২ জুন ২০২৫।
এরপর থেকে তিনি হাসপাতালে একা, পরিচয়হীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, ছিল না কোনো আত্মীয়স্বজনের খোঁজ। মানবিক দিক বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষও তাকে যথাসাধ্য চিকিৎসা দিয়ে আসছিল।
মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এখনো পর্যন্ত ওই বৃদ্ধার নাম, ঠিকানা বা আত্মীয়স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া সকলের প্রতি আহ্বান জানিয়েছেন,যদি কেউ এই মৃত বৃদ্ধাকে চিনে থাকেন, কিংবা তাঁর পরিচয় বা পরিবারের কোনো তথ্য কেউ জেনে থাকে, তাহলে অবিলম্বে চাঁদপুর সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন।
আমরা সকলেই যেন দায়িত্ব নিই। পরিচয়হীন এই মানুষটির পরিচয় উদ্ধার করতে একযোগে এগিয়ে আসি।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur