চাঁদপুর সরকারি হাসপাতালে সমন্বয়কের ওপর তাকওয়া ডায়াগনস্টিকের দালালদের হামলা

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকওয়া ডায়াগনস্টিকের দালাল মহসিন পাটোয়ারী ওরেফে লেংড়া মহসিন বাহিনীর হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব ভূঁইয়া গুরতর আহত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় হাসপাতালের সামনে থাকা তাকওয়া ডায়াগনস্টিকের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত রাকিব ভূঁইয়া চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং চাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমানে রাকিব চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ানস্টফ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর তারা সদর হাসপাতালের দালাল মুক্ত ও সেবা প্রদান কর্মসূচি শুরু করেন। এজন্য হাসপাতালে তাদের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সন্ধ্যায় এক দালাল রোগী নিয়ে যাওয়ার সময় ছাত্ররা বাঁধা দিলে তাকওয়া ডায়াগনস্টিকের সিয়াম নামের এক দালালসহ ওই ডায়াগনস্টিকের কয়েকজন দালাল দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় দালালরা রাকিব ভূঁইয়ার মাথায় কলম দিয়ে একাধিক আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে অন্যান্য ছাত্র সমন্বয়করা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গিয়ে তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।

খবর নিয়ে জানা যায়, তাকওয়া ডায়াগনস্টিকের অধিকাংশ শেয়ার পার্টনারের লোকজন পূর্ব থেকেই চাঁদপুর সরকারি হাসপাতালে দালালি করে আসছেন। এদের মধ্যে বিএনপি নামধারী নেতা মহসিন পাটওয়ারী একজন অন্যতম দালাল। তার ছাত্রছায়ায় তাকওয়া ডায়াগনস্টিকের দালালরা প্রতি নিয়ত হাসপাতালে ঢুকে গ্রামের রোগীদেরকে বিভিন্ন পরীক্ষা করার জন্য তাকওয়া ডায়াগনস্টিকে নিয়ে যায়। এতে করে তারা পান মোটা অংকের কমিশন। তাকওয়ার মহসিন পাটওয়ারীও দীর্ঘ কয়েক বছর ধরে এমন দালালি করে টাকা রোজগার করে আসছেন বলে স্থানীয়দের কাছে জানা গেছে।

সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদপুর সরকারি হাসপাতালে দালাল মুক্ত করে রোগীদেরকে সেবা প্রদানের এমন কার্যক্রম শুরু করায় দালালরা হাসপাতালে গিয়ে তাদের কার্যক্রম করতে অনেক বেকায়দায় পড়ে যায়। এজন্য তাকওয়ার দালালরা সমন্বয়কের ওপর এমন হামলা চালিয়েছে বলে ছাত্রদের অভিযোগ।

এদিকে এমন হামলার ঘটনার পর ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারটি তালা মেরে বন্ধ করে দেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি করেন শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক, ৯ নভেম্বর ২০২৪

Share