Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি হাসপাতালে পরিচয়হীন যুবকের মৃত্যু, স্বজনদের খোঁজ নেই
সরকারি

চাঁদপুর সরকারি হাসপাতালে পরিচয়হীন যুবকের মৃত্যু, স্বজনদের খোঁজ নেই

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাম ঘোষ (২০)  নামের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ৬ মার্চ বুধবার রাত ৯ টায় হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের ভর্তির রেজিস্ট্রার খাতা থেকে জানা গেছে মৃত্যুবরণকারী ওই যুবক চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের নারায়ণ ঘোষের পুত্র। 

সরকারি

হাসপাতাল সূত্রে জানা যায় পরিচয়হীন ওই যুবক একজন মানসিক রোগী ছিলেন। গত জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে কোন পথচারীদের মাধ্যমে সে হাসপাতালে ভর্তি হয়। তবে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত তার পরিবারের কাউকেই তার পাশে দেখা যায়নি। তার মৃত্যু হওয়ার পর থেকেও তার কোন আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকেই হাসপাতালে এসে তার খোঁজ নিতে দেখা যায়নি। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি কেয়ারের ডিউটিরত চিকিৎসক মোঃ সাকিব জানান, রাম ঘোষ ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। তার মানসিক সমস্যা ছিলো। এতদিন সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।বুধবার রাত নয়টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি,৬ মার্চ ২০২৪