চাঁদপুর সরকারি হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

অতিরিক্ত গরমে নাভিশ্বাস উঠছে জনজীবন। ফলে পানি স্বল্পতায় ভুগে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনের তীব্র তাপদাহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগী বেড়েছে। তাদের বেশিরভাগই ঠান্ডা জ্বর, বমি ও পেটের সমস্যায় ভুগছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়ে ফিরেছে। বর্তমানে ৪১ বেডের বিপরীতে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে।

চিকিৎসকরা বলছেন, গরমে গলাব্যথা, বমি, জ্বর ও ডায়রিয়া রোগী বেশি পাচ্ছেন। এছাড়া বাইরের তৈলাক্ত খাবার ও দূষিত পানি পান করে অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন অনেকে। এসব খবার পরিহার করার আহ্বান জানান চিকিৎসকরা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ এপ্রিল ২০২৩

Share