চাঁদপুর সরকারি হাসপাতালের কার্নিশের ছাদের ঢালাই ধসে পড়ে ওয়ার্ডবয়সহ আহত ৩

আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্ধশত বছরের পুরাতন ভবনের কার্নিশের ছাদের ঢালাই ধসে পড়ে এক ওয়ার্ড বয়সহ তিনজন আহত হয়েছে।

১ এপ্রিল শনিবার ১২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওয়ার্ডবয় কুদ্দুস গাজী (৩৮) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়রা ও প্রতক্ষদর্শীরা জানান, আজ ১২ টার দিকে হাসপাতালের দীর্ঘদিনের পুরাতন ভবনের ৩য় তলার কার্নিশের ছাদের ঢালাই ধসে পড়ে। এসময় জরুরী বিভাগে প্রবেশের সময় সে ধসে পড়া ঢালাই এক নারী রোগীর হাতে এবং হিডো সংস্থার নিয়োগকৃত ওয়ার্ডবয় কুদ্দুস গাজীর মাথায়  পড়ে। এতে কুদ্দুস গাজী রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন। 

এদিকে ঘটনার পর পরই হাসপাতালের লোকজন ঘটনাস্থল পরিদর্শন দুর্ঘটনা এড়াতে সতর্কতার জন্য জরুরী বিভাগের সামনে কাপড়ের ফিতা দিয়ে বেরিকেট  দিয়ে রাখেন।

আহত ওয়ার্ডবয় কুদ্দুস গাজী চাঁদপুর টাইমসকে বলেন, এক নারী রোগীকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর ওয়ার্ডবয় আল-আমিন কথা বলতে বলতে ওই রোগীকে ডেকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে কার্নিশের ঢালাই ধসে আমার মাথায় পড়ে। এতে আমার মাথা ফেটে গিয়ে তিনটি সেলা লেগেছে।

সে জানায়, ধসে পড়া ঢালাই সামন্য কিছু অংশ এক নারী রোগী এবং ওয়ার্ডবয় আলআমিনের হাতে পড়ে। তবে তারা কেউ তেমন একটা ব্যথা পায়নি। 

এদিকে খবর নিয়ে জানা যায়, অর্ধশত বছরেরও অধিক সময়ের পুরনো হাসপাতালের পূর্বের এই পুরাতন ভবনটির বিভিন্নস্থানে ফাঁটল দেখা দিয়েছে এবং ভবনের কার্নিশের ছাদের ঢালাই, আস্তর ধসে পড়ে তাতে রড দেখা যাচ্ছে। যার কারনে দু দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্বাবধানে খসে পড়া ওইসব কার্নিশের স্থানে পুনসংস্কারের কাজ করতে দেখা যায়। 

এবিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমানের সাথে কথা বলতে চাইলে হাসপাতালে তাকে পাওয়া যায়নি। খবর নিয়ে জানা যায় তিনি প্রশিক্ষণে রয়েছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১ এপ্রিল ২০২৩

Share