চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২তলা ভিত বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কলেজে এসে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। শিক্ষার্থীদের থাকার পরিবেশের মানোন্নয়নে কলেজ ক্যাম্পাসে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১২ তলা ভিত বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস নির্মাণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান (জুয়েল), ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ জাহিদুল ইসলাম রোমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী, প্রমুখ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “চাঁদপুরে এ প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। হোস্টেলটিতে ৩৫০ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা থাকবে। হোস্টেলটিতে শিক্ষার্থীদের জন্য লিফ্ট, ওয়াইফাই জোন, লাইব্রেরি, কমনরুমসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এ হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হলে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলাসহ অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে। আশা করি আগামী ০২ (দুই) বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হবে।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে শেখ হাসিনা ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।
প্রতিবেদকঃ শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur