Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
মহিলা

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

চাঁদপুর সরকারি মহিলা কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে ফুল দিয়ে শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

এ সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মচারী ও প্রায় ২০০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সরকারি মহিলা কলেজে আগমনের সময় ফুল ছিটিয়ে ও স্বাগত শ্লোগান দেয় শিক্ষার্থীরা। সবশেষে বঙ্গবন্ধুর এক শ তিন বছর জন্মদিন উপলক্ষে বিশাল কেক কাটা হয়। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের মাঝে কেক বিতরণ করেন।

স্টাফ করেসপন্ডেট, ১৪ মার্চ ২০২৩