Home / সারাদেশ / চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ :  ০১:১৫

মামুন আর রশিদ :

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

শিক্ষার্থীদের দাবি, অনার্স ৪র্থ বর্ষের এই ব্যাচের বার বার সিলেবাস পরিবর্তন করে আসছে কর্তৃপক্ষ। এতে পড়ালেখা করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়ছে শিক্ষার্থীরা।

গত ২০০৭ সাল থেকে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে গিয়ে শিক্ষার্থীরা বার বার বিপাকে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে নয়ন নামে এক শিক্ষার্থী চাঁদপুর টাইমস ডটকমকে জানান, অনার্স ৪র্থ বর্ষের এই ব্যাচে মাত্র ৬-৭ মাস যেতে না যেতেই পরীক্ষার রুটিন দেয়ায় এমন আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এই ব্যাচের শিক্ষাবর্ষ মাত্র ৬-৭ মাস চলছে। বছরের মাঝখানে কীভাবে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। পড়ালেখা না করে এ পরীক্ষায় অংশ নিলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। পরীক্ষার প্রস্তুতি নিতে বই দরকার, বাজারে এখনও অনেক বিষয়ের বই আসেনি, বাজারে শিক্ষার্থীরা বই না পাওয়ায় হতাশায় রয়েছে তারা। বাজারে দ্রুত বই সরবরাহ ও ঘোষিত রুটিন পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি করেন শিক্ষার্থীরা। তাছাড়া তারা অটো প্রমোশনেরও দাবি তুলে এবং জিপিএ পদ্ধতিতে ভর্তির বিরোধিতা করেন ।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।