চাঁদপুর

চাঁদপুর সরকারি হাসাপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা

চাঁদপুরে আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, ফরিদগঞ্জের ২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আরো ২জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২ জুন মঙ্গলবার সকালে ও সোমবার রাতে আরো ৩৪টি রিপোার্ট আসে। এর মধ্যে ৯টি করোনা পজেটিভ। বাকী ২৫টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২১৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৬, ফরিদগঞ্জে ৩৮, হাজীগঞ্জে ১৪, মতলব দক্ষিণ ১২, কচুয়ায় ১২, শাহরাস্তিতে ১২, মতলব উত্তরে ১০ ও হাইমচরে ৫জন।

জেলায় মোট ১৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন। (প্রবাহ)

বার্তা কক্ষ, ২ জুন ২০২০

Share