চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। তবে হাসপাতালের কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
১৭ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারের সার্কিট ব্রেকারে শর্টসার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা বলে জানিয়েছেন হাসপাতালের স্টাফরা। আগুনে বোটের ভেতরে থাকা কয়েকটি সুইচ পুড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড় কোনো অগ্নিকাণ্ড বা প্রাণহানি ঘটেনি।
এদিকে আগুনের দৃশ্য ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রোগীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে এবং অপারেশন থিয়েটারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে এবারও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur