চাঁদপুর

চাঁদপুর সরকারি কলেজে সরস্বতি পূজা উদযাপন

চাঁদপুর সরকারি কলেজে বিগত বছরগুলোর মতো এ বছরও বিদ্যাদেবী সরস্বতি’র পূজা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সকাল ১০টায় কলেজ মাঠের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সরস্বতি পূজা উদযাপন করা হয়েছে।

সকাল থেকে কলেজের হিন্দু শিক্ষার্থীরা পূজার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেন। এ বছর কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহাকে পূজা উদ্যাপনের লক্ষ্যে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরস্বতি পূজার কার্যক্রম শেষ হলে অঞ্জলী গ্রহণ করে।

এরপর ধর্মীয় সাংষ্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করে। সরস্বতি পূজা উদ্যাপনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাস, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃওয়াহিদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ পত্নী মমতাজ মহুয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পূজা পরিষদরে সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, প্রবীন ফুটবল খেলোয়ার অমিয় রায় ঝন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজমুদার সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

আশিক বিন রহিম

Share