সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, চাঁদপুর সরকারি কলেজের প্রতি আমার অন্যরকম টান রয়েছে। কলেজের যে কোন কাজে আমি সাড়া না দিয়ে থাকতে পারি না। এ কলেজের সব কাজই পর্যায়ক্রমে করা হবে। আগামী বছর চাঁদপুর সরকারি কলেজের প্রয়োজনীয় কাজগুলো শুরু করা হবে।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত পোস্ট গ্রাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পভুক্ত আইটি ল্যাব উদ্বোধন ও ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তোমরা যারা কলেজে পড়া লেখা করছো, সকলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সব কাজেই ভালো মন্দ রয়েছে। রাজনীতির মধ্যেও ভালো খারাপ রয়েছে কিন্তু রাজনীতির প্রধান কাজ হলো মানুষের সেবা করা। বাংলাদেশ যে উন্নয়ন হয়েছে তার সবটুকু রাজনীতির হাত ধরে। যারা এর নামে সমাজে জঙ্গিবাদ-সন্ত্রাস তৈরী করছে, তাদের জন্য আমাদের এতকত্রি হয়ে প্রতিহত করতে হবে।’
চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হেসেন বাহারে পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ মো. শাহ আলমসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আইটি ল্যাব উদ্বোধন ও ওরিয়েন্টেশনের পূর্ব ইতিহাস সম্পর্কে আলোচনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রূপক রায়।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ