চাঁদপুর

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বুধবার (১০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর সদর-হাইমচর নির্বাচনী-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির আহŸায়ক মো. ওয়াহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তোমাদের হাতেই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা প্রতিষ্টিত হবে। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তোমরা দূরে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অব্যহত রাখতে সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের চাঁদপুর শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। কারণ আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর শুধুমাত্র ইলিশ দিয়েই পরিচিত নয় সোনার মানুষ দিয়ে পরিচিত।

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন সফিকুল ইসলাম. চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবেরর সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগীতার সার্বিক তত্ত¡বধায়নে ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Share