চাঁদপুর সরকারি কলেজ গেটে সোমবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বাবুরহাট থেকে চাঁদপুরগামী চলন্ত সিএনজি স্কুটারে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।
এসময় ওই স্কুটারটিতে (চাঁদপুর-থ ১১-৩৪৩১) কোনো যাত্রী না থাকায় এবং চালক বের হয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম ওই রাস্তাটি দু’পাশে দীর্ঘ যানজট লেগে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুরহাট থেকে চাঁদপুরগামী স্কুটারটি চাঁদপুর কলেজ গেট প্রফেসরপাড়া প্রবেশ মুখে আসলে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে গাড়িটিতে আগুন লেগে যায়। পাশের দোকানদার ও উপস্থিত অনেকে মিলে ম্যানহোলের ঢাকনা খুলে পানি সংগ্রহ করে প্রাথমিকভাবে আগুন নেভাতে সক্ষম হয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস কর্মীরা গ্যাস সিলিন্ডারটি বন্ধ করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। ততক্ষণে সিএনজি স্কুটারটির কাভার, যাত্রীদের বসার স্থান, ইঞ্জিনের কিছু অংশ পুড়ে যায়।
তাৎক্ষনিক স্কুটারটির চালক ও মালিকের নাম পরিচয় জানা যায়নি। চাঁদপুর মডেল থানা পুলিশ এসে স্কুটারটি উদ্ধার করেন এবং যানজট দূর চলাচল স্বাভাবিক করেন।