উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শনিবার (৫ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদের ৩য় তলায় সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে মোঃ আরিফুর হোসেন গাজী ছাতা প্রতীকে ৭৭ ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. হান্নান বই প্রতীকে ১৮ ভোট, মনির হোসেন মিজি আম প্রতীকে ১৮ ও আব্দুস সাত্তার চেয়ার প্রতীকে ৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ রাজু আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নিবাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন, মো. দিদার হোসেন ও।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
১৩০ জন ভোটারদের মধ্যে ১২২জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে ।
সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল তপাদার মাছ প্রর্তীক ৯৭ ভোট পেয়ে জয় লাভ করেছে। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন কুড়াল প্রতীকে ২২ ভোট পেয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সারোয়ার হোসেন ফুটবল প্রতীকে ৭৬ ভোট পেয়ে জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরীফুল ইসলাম মোরগ প্রতীকে ৪৪ ভোট পেয়েছে। প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা কামাল (হিরণ) মই প্রতীক ৮৫ ভোট পেয়ে জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুস্তম আলী কাপ-পিরিচ প্রতীকে ৩৭ ভোট পেয়েছে।
অর্থ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. রাকিব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। ক্রীড়া সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. মাহবুব হোসেন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।
কার্যকরী সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. রকিব উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।
মহিলা কার্যকরী সদস্য পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় রোকসনা বেগম জয় লাভ করেছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২০ পিএম, ৫ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ