Home / চাঁদপুর / চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
সমাজ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

চাঁদপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরের বড় স্টেশন এলাকা ও শহরের গুনরাজদি এলাকাসহ বেশ কয়েকটি স্থানে শুক্রবার গভীর রাত পর্যন্ত
শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শিতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক এস এ এম মিজানুর রহমান খান। এ সময় তিনি বলেন, বিগত ২৯ বছর ধরে এই সংস্থা চাঁদপুরের সর্বত্র অসহায় মানুষদেরকে কল্যাণমূলক বিভিন্ন সেবা দিয়ে আসছে। আমরা আমাদের এই কাজ অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে আরো ব্যাপক আকারে করতে চাই। চাঁদপুরে গণমানুষের সামাজিক জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতিপূর্বে চাঁদপুরের অসংখ্য কন্যাদায়গ্রস্থ পরিবারকে সহযোগিতা কেরছি, অভাবগ্রস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, কর্মক্ষম ব্যাক্তিকে পুনর্বাসনসহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে আসছি। করোনাকালী সময়ে শত শত মানুষকে বিভিন্নভাবে সহযোগীতা দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের এই কার্যক্রমে চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সকল সদস্য, আমাদের শুভাকাঙ্খি ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে সার্বিক সহযোগীতা পেয়েছি। সবাই আন্তরিকতা নিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এতটা পথ আসতে পেরেছি। আমরা আশাকরি আগামী দিনে সবাই আরো ব্যাপকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন। তাহলেই আমরা চাঁদপুরের অসহায় মানুষদের আরো অধিক পরিমানে সহযোগীতা করতে পারবো। আমার বিশ্বাস সবাই সহযোগীতার হাত বাড়ালে কোন মানুষই অসহায় থাকবে না।’

তিনি বলেন, ‘এছাড়া প্রতিবছর আমরা শীত মওসুমে অসহায় ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র প্রদান করে আসছি। এবছরও আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। আশাকরি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুকুর মাস্তান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শাজাহান খান, নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক, ছাত্র প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, পৌরসভার ৮ নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক নূর মোহাম্মদ ও নুরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২৪