চাঁদপুর

চাঁদপুর সফরে ১৩ দেশের ৩১ সদস্য সরকারি প্রতিনিধিদল

কুমিল্লা বার্ডের ট্রেনিং এর অংশ হিসেবে ১৩ দেশের ৩১ সরকারি উর্ধ্বতন প্রতিনিধিদল মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর সফর করছেন ।

প্রতিনিধির দলের নেতৃত্ব দেন ভারত । সকালে চাঁদপুর সার্কিট হাউজে তাদের অভ্যর্থনা জানান চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান ।

সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৩ দেশের সরকারি উর্ধ্বতন প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রতিনিধিদের মধ্যে রয়েছে ভারত,ওমান, আফ্রিকা,মিশর,লিবিয়া,ঘানা,তাইওয়ান,জর্দানসহ ১৩ দেশ ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল,পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোঃ ওহেদুজ্জামান, এনডিসি প্রমুখ । আরো উপস্থি ছিলেন কুৃমিল্লা বার্ডের ৬ কর্মকর্তা ।

এরপর ১৩ দেশের প্রতিনিধিরা চাঁদপুরের পদ্ম ও মেঘনা নদী সফর করেন । সফর শেষে বিকেলে চাঁদপুর ত্যাগ করেন ।

এ ব্যাপারে রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান জানান, কুমিল্লা বার্ডের টেনিং এর অংশ হিসেবে ১৩ দেশের ৩১ সরকারি উর্ধ্বতন প্রতিনিধি দল চাঁদপুরে এ সফর ।

আমরা জেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করেছি ।

: আপডেট ০১:১২ এএম, ০২ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ

Share