চাঁদপুর সদর

চাঁদপুর সফরমালী ব্রীজে গর্ত : ঝুঁকিপূর্ণ যান চলাচল

চাঁদপুর থেকে সফরমালী যাওয়ার সড়কে ব্রীজের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে তা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে পড়ে আছে। আর ওই ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়েই চলছে বিভিন্ন যানবাহন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ও কল্যাণপুর ইউনিয়ন এ দু’ ইউনিয়নের মধ্যবর্তীস্থানে সফরমালী যাওয়ার সড়কের কাঠেরপুল নামক ব্রীজটির মাঝখানে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। ব্রীজটির গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওইস্থানের রড দেখা যাচ্ছে। এবং বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।

স্থানীয়রা জানান প্রায় দেড় দুই মাস ধরে ব্রীজটির মাঝখানে এভাবে গর্ত সৃষ্টি হয়ে পড়ে রয়েছে। ব্রীজের গর্তের স্থানে ঢালাই না থাকার কারনে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। ুএ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, রিক্সা,অটোবাইক ও মোটর সাইকেলসহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।

যে কোনো মুহূর্তে ব্রীজটি ধসে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

অনাকাঙ্খিত কোন দুঘর্টনা ঘটার আগেই স্থানীয়রা ব্রীজটির গর্তের স্থানটি দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

প্রতিবেদক-কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ

Share