চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে আইএমইডির কর্মকর্তা

চাঁদপুর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব মাহবুবুর রহমান।

৬ নভেম্বর রোববার দুপুরে তিনি এ হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তিনি হাসতালের তত্ত্বাবধায়ক, পরিচালকগণ ও শিশু বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, সহকারী পরিচালক ডাঃ সাজেদা বেগম পলিন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আজিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার।

পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইএমডি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকার চাচ্ছে সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। সরকারের যে সব স্বাস্থ্য সেবাগুলো রয়েছে সাধারণ রোগীরা যাতে সেই সেবা পায়। এ সেবাগুলোর উন্নয়নে যা যা করা দরকার করা হচ্ছে।

তিনি আরো বলেন, মা ও শিশু রোগিরা কিভাবে সেবা পাচ্ছে এ হাসপাতালের শিশু ওয়ার্ড দেখে ভালো লাগলো।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৬ নভেম্বর ২০২২

Share