চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা । গত মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি গুলশান অফিস থেকে দলীয় মনোনয়নের চিঠি হাতে পান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন,‘প্রথমেই মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করছি । আমরা আন্দোলনের অংশ হিসেবে এ নিবাচনে অংশ নিয়েছি ।’
তিনি আরো বলেন, ‘দেশনেত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তিই একমাত্র লক্ষ্য। চাঁদপুর সদর-হাইমচর নিবাচনী এলাকার বিএনপিরসহ সর্বস্তরের নেতাকমীদের অভিনন্দন জানাই ও কৃতজ্ঞতা জানাই।’
এদিকে আশা করা যাচ্ছে চাঁদপুর বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের নিকট তাঁর মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।
করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur