Home / চাঁদপুর / চাঁদপুর সদর সার্কেল হিসেবে ইয়া‌ছিন আরাফাতের যোগদান
চাঁদপুর সদর

চাঁদপুর সদর সার্কেল হিসেবে ইয়া‌ছিন আরাফাতের যোগদান

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন ইয়া‌ছিন আরাফাত। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিনের জায়গায় এসেছেন।

১৩ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর সদর সার্কেলের দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানা গেছে। 

ইয়া‌ছিন আরাফাত এর জন্ম ঝিনাইদহ জেলা সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শিক্ষা জীবন শেষে করে ৩৪তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের জুনে  সিএম‌পিতে যোগদানের পর শুরু হয় তার কর্মজীবন। সিএম‌পিতে স্টাফ অ‌ফিসারসহ চট্রগ্রাম গোয়েন্দা বিভাগেও কর্মরত ছিলেল। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় অ‌বৈধ অস্ত্র কারখানা থেকে অস্ত্র উদ্ধারসহ ‌বেশ কয়েক‌টি বড় অ‌ভিযান সফল ভাবে প‌রিচালনা করেন।

পরবর্তীতে তি‌নি ২০২১ সালের জুন মাসে চাঁদপুরের মতলব সার্কেল হিসেবে সুনামের স‌হিত দা‌য়িত্ব পালন করেন। ইযা‌ছিন আরাফাত ব‌্যা‌ক্তিগত জীবনে বিবা‌হিত ও‌ দুই সন্তানের জনক।

ইয়া‌ছিন আরাফাত জানান, চাঁদপুর সদরে অবৈধ অস্ত্র,  মাদক ও  কিশোর গ্যাং  এর বিষয়ে জিরোটলারেন্স নীতি গ্রহন করা হবে। এসকল অবৈধ কারবারের ব্যাপারে তার নজরদারী  বেশি থাকবে। এজন্য সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৫ ডিসেম্বর ২০২২