চাঁদপুর সদরের শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি ৫ ফেব্রæয়ারি সোমবার মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে বিকাল ৫টায় গঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সোয়েব আহমেদ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ৯ সংগঠনের আলোকে চাঁদপুর সদরে ৩১ সদস্য বিশিষ্ট একটি শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি গঠন করা হয়।
আহŸায়ক হলেন- সহযোগী অধ্যাপক সোয়েব আহমেদ ও কানিজ বতুল চৌধুরী, যুগ্ম আহŸায়ক হচ্ছেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যাপক মহিন উদ্দিন এবং মজিবুর রহমান। আগামী ৭ মার্চ চাঁদপুর সদর দক্ষিণ ও উত্তর দু’টি অঞ্চলে স্কুলে স্কুলে গনসংযোগ চালানোর জন্য ৫ সদস্য বিশিষ্ট দু’টি কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ১১ মার্চ চাঁদপুর সদরে ১১টায় এবং ১২ মার্চ ১১টায় শিক্ষা ব্যবস্থায় জাতীয়করন সহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুর জেলা শহরে বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষে স্বতঃস্ফুর্তভাবে সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আহবান জানানো হয় এবং আগামী ৭ মার্চ চাঁদপুর সদর দক্ষিণ ও উত্তর দু’টি অঞ্চলে স্কুলে স্কুলে গণসংযোগ চালানোর জন্য ৫ সদস্য বিশিষ্ট দু’টি কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি