চাঁদপুর সদর

চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায়ের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেল ছাত্রদল।

শনিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার ছাত্রদলের ব্যানারে শতাধিক নেতাকর্মী শহরের নতুনবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।

চাঁদপুরের সাবেক পাঁচ এমপির প্রস্তাবিত জেলা ছাত্রদল কমিটির সভাপতি সফিউদ্দিন বাবলু ও সাধারণ সম্পাদক সুকুমার রায়ের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় নতুনবাজার এসে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাবেক বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনীতিক মামলায় আটক সকল নেতাকর্মীর মুক্তি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায়ের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা দেয়ার প্রতিবাদে শ্লোগান দেয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম
১৩ অক্টোবর,২০১৮

Share