চাঁদপুর

চাঁদপুর সদর তাঁতী লীগ সাধারণ সম্পাদককে অব্যহতি

চাঁদপুর সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন শুক্কুরকে সংগঠনের সকল কর্মকান্ড থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) অব্যহতি দেয়া হয়েছে।

দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ না করায় এবং দীর্ঘদিন ধরে সংগঠনের নেতাকর্মীদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখায় তাকে এ অব্যহতি দেয়া হয়েছে বলে জানান জেলা তাঁতী লীগ নেতৃবৃন্দ।

জেলা তাঁতী লীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়র মুখলেছুর রহামন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মুখলেস মল্লিক অন্যান্য নেতাকর্মীদের সাথে আলোচনা করে সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন শুক্কুরকে সকল পদ থেকে অব্যহতি প্রদান করেন।

এছাড়া সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমে গতি আনতে মো. লনি মাঝিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লনি মাঝিকে সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সদর থানা তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি : :আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ এএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবর
ডিএইচ

Share