চাঁদপুর

চাঁদপুর সদর ও পৌর যুব সংহতির পরিচিতি ও কর্মী সমাবেশ

চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুব সংহতি পরিচিতি ও কর্মী সমাবেশ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে শহরের মুন্সেফ পাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল উদ্দিন পাটওয়ারী।

জেলা যুব সংহতির আহ্বায়ক মো. ফেরদৌস খাঁনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য সাইদুর রহমান।

জেলা যুব সংহতির সদস্য সচিব গোলম মোস্তফা নিঝুম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্র সমাজের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন পাটওয়ারী, সদস্য নাজমুল হোসেন গাজী।
সভায় প্রধান অতিথির বক্তাবে শুরুতেই ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল উদ্দিন পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই এই আগস্ট মাসটি আমাদের জন্য শোকের মাস। আজকে শোকেরে মাসে আপনাদের এই আয়োজনটি করা ঠিক হয়নি। আপনারা যারা রাজনীতি করেন তাদের পড়ালেখা করে রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ সবদলই আমাদের দলের চেয়ারম্যানে হাত বন্ধি করে রেখেছে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয়পার্টির হারানো সুদিন ফিরিয়ে আনতে হবে এবং দলের চেয়ারম্যানকে অদৃশ্য বন্ধি থেকে মুক্ত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কথা দিয়ে কোন কথা রাখতে পারেনি। এরশাদের আমলে দ্রব্যমূল্য ছিল জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে। কিন্তু বর্তমানে সেই দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ জনগণ এই দুই নেত্রীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই আবারও সকলে মিলে মিশে এরশাদকে ক্ষমতায় বসাতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সমাজ সভাপতি আরিফুল ইসলাম আরিফ, শহর যুব সংহতি আহ্বায়ক মো. সাগর মিয়া, সদস্য সচিব আবদুর রহমান, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব হারুন গাজী, যুগ্ম-আহ্বায়ক শাহিন বেপারী, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কালু হাওলাদার, যুব সংহতি নেতা নোমান, মো. আলী মুন্সি, সুমন, শাহ আলী, মো. খলিল সরদার, সন্তু বেপারী, মো. বাবুল তালুকদার, আনা গাজী, ছিডু গাজী, জয়নাল মিয়া, আব্বাস সিকদার, আবু হোসেনসহ জেলা, সদর উপজেলা, শহর যুব সংহতির নেতা কর্মীরা।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share