Home / চাঁদপুর / চাঁদপুর সদর উপজেলার শীতকালীন ক্রিড়ার পুরস্কার বিতরণ
চাঁদপুর সদর উপজেলার শীতকালীন ক্রিড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার শীতকালীন ক্রিড়ার পুরস্কার বিতরণ

৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর সদর উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এড. মনিরা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অ্যাড. মো: শাহজাহান মিয়া।

মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো: নাছির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেনগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আজিজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও অতিথিদেরকে উপহার তুলে দেওয়া হয়।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ