শিক্ষা ব্যবস্থা (মাধ্যমিক স্তর) জাতীয়করণ, কল্যাণ ট্রাষ্ট ও অবসর ভাতা ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১২জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা সভাপতি সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর কমিটির সভাপতি লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া সাধারণ সম্পাদক বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, সংগঠনের জেলা সভাপতি ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কেন্দ্রীয় সদস্য মোঃ হোসেন, নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম হোসেন, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন ডালী, সেনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ, কৃষ্ণপুর জোহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু জাফর গাজী, মনিহার জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ পিএম, ১২ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ