দৈনিক চাঁদপুর দিগন্তের সাংবাদিক রেজাউল করিমের পিতা ইদ্রিছ খান (৬৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া।
এক শোক বার্তায় তিনি জানান, ইদ্রিছ খান দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। সামাজিক ব্যক্তিত্ব হিসেবে তিনি খুবই জনপ্রিয় একজন মানুষ ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি সাংবাদিক রেজাউল করিমসহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
প্রসঙ্গত, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধাঁ গ্রামের বাসিন্দা ইদ্রিছ খান অসুস্থ অবস্থায় চাঁদপুরে আসলে তাঁর ছেলের বাসায় শুক্রবার (১৩ জানুয়ারি) ইন্তেকাল করেন। বাদ জুমা তার প্রথম জানাযা চাঁদপুরে অনুষ্ঠিত হয়। শনিবার তাঁর নিজ গ্রামে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur