চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, আবিদা সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়ন কর্মকান্ড, সমস্যা এবং অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন পাটওয়ারী,রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মো. হযরত আলী বেপারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, প্রমুখ।

এ সময় শাহমাহমুদপুর ইউপি সচিব এম এম কুদ্দছ রোকন, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান খান, উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন, মামুনুর রহমানসহ চাঁদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

একই দিনে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, আবিদা সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩১ আগস্ট ২০২৩

Share