চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা রেজিস্টার কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যানার ও পোস্টারকে ঘিরে দলিল লিখক সমিতি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।
নির্বাচনে ৫৭ জন ভোটার সাধারণ সম্পাদকসহ ৫টি পদে ভোট প্রদান করেন। এর আগে সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি আব্দুর রহিম বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উল্লাহ মিয়াজী ও ৩টি সদস্য পদের ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে প্রচার সম্পাদক পদটি ভোট জটিলতার কারণে স্থগিত করা হয়।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে যারা নির্বাচিত হয়েছেন- সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম বিল্লাল (মাছ) ৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান মিয়া (আনারস) ১৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মোরশেদ আলম ভুট্টো (বাইসাইকেল) ৪০ ও তার প্রতিদ্বন্দ্বী মমিন খান (উড়োজাহাজ) ১৫ ভোট।
অর্থ সম্পাদক পদে শাহাজাহান বেপারী (টেবিল) ২৯ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান (তালা) ৩৫ ভোট।
দপ্তর সম্পাদক পদে মোতালেব খান (কাপপিরিজ) ২৭ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী মো. হানিফ আখন্দ (মোরগ) ২৯ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মহসিন পাটওয়ারী, হুমায়ন কবির, শাহআলম খান।
: আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ