চাঁদপুর

চাঁদপুর তৃতীয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন সম্পন্ন

বিচার বিভাগে চলমান মামলা নিস্পত্তিতে সংশ্লিষ্ট বিচারক, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিজ্ঞ আইনজীবীসহ প্রত্যেকের গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে বলে জানান চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ।

শনিবার (২৫ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তৃতীয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

চাঁদপুর জেলার লঁংঃরপবং ড়ভ ঃযব ঢ়বধপব জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিচার প্রশাসনের সকল বিচারক ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ প্রশাসনের কর্মকতা, জেলা কারাগারের কর্মকতা, সিভিল সার্জনের প্রতিনিধি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ( পিপি ) , জিপি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অনন্য আইনজীবীবৃন্দ ।

জেলা ও দায়রা জজ তার বক্তব্যে বলেণ, দেওয়ানী মামলার ক্ষেত্রে আইন নির্ধারিত প্রত্যেক ধাপে বিজ্ঞ কৌশলীগন প্রযোজ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে মামলার নিস্পত্তিতে জটিলতা ও দীর্ঘসূত্রীতা কমে যাবে । তিনি বলেণ, বিচারাধীন মামলার আসামীদেরকে ধার্য্য তারিখে অবশ্যই সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করতে হবে । এর ব্যতয় ঘটানো যাবে না । পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেণ ফৌজধারী মামলার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা দাখিলীয় প্রতিবেদনে আইনের নাম ও ধারা সুষ্টস্পভাবে লিখতে হবে । তিনি উপস্থিত বিচারকবৃন্দকে সিভিল রুলস এনড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস এর বিধান যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন ।

সম্মেলনের স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামনুর রশিদ তাঁর বক্তব্যে বলেণ আইনরে শাসন প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয় প্রয়োজনের কথা উল্লেখ্য করে এ সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন । এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে প্রযোজ্য মেডিকেল সাটিফিকেট প্রদানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের করনীয় সর্ম্পকে বিভিন্ন দিক তুলে ধরেন ।

চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান তার বক্তব্যে বলেন চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর এ বছরের নিস্পত্তির পরিসংখ্যান অল্পসংখ্যক । জুডিশিয়াল ম্যাজিষ্্েরট এবং অপ্রতুল এজলাশ সত্তেও চলতি বছরের গত তিন মাসে তাঁর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসিতে প্রায় ৪ হাজার মামলা নিস্পত্তি হয়েছে যার মধ্যে দোতরফা সূত্রে নিস্পত্তি মামলা প্রায় ৫শত সাম্প্রতিকালের মধ্যে সর্বাধিক নিস্পত্তি ।

এজন্য তিনি সংশ্লিষ্ট বিচারকবৃন্দ, পুলিশ প্রশাসন এবং আইনজীবীদের ধন্যবাদ জানান ।

তিনি বলেণ , চাঁদপুরে নিয়মিত পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মাধ্যমে মামলা পরিচালনার ক্ষেত্রে বাধা ও ভুলত্রæটিগুলো চিহিৃন্ত করে তা সমাধান করা হয়।

সম্মেলনে আর ও বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ মুর্শিদ আহমেদ, মোস্তফা শাহরিয়ার খান,অতিরিক্ত চীফ জুডিশিয়াল মাজিষ্ট্রেট সৈয়দ মোঃ কায়সার ইউছুফ, সিভিল সার্জনের প্রতিনিধি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং বিজ্ঞ স্পেশাল পাবলিক প্রসিকিউটর । এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিচার প্রশাসনের সকল পর্যায়ের বিচারকবৃন্দ ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫৩ পিএম, ২৫ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Share